প্রকাশ : ০৪ জুলাই, ২০১৫ ০০:০০:০০
kalaer khonto
মৌসুমের শুরুতেই সরকারি ক্রয়ে চালের দাম ঘোষণা করা হয়েছিল, বাড়ানো হয়েছিল কেজিতে দুই টাকা। এরপর আমদানিতে ১০ শতাংশ কর বসিয়ে বাজারে চালের দাম ধরে রাখার চেষ্টাও করে সরকার। কিন্তু এত সব আয়োজনের পরও চলতি মৌসুমে বোরো ধানের উৎপাদন খরচ ওঠাতে পারছে না কৃষক। একদিকে উৎপাদন খরচ বৃদ্ধি, অন্যদিকে চাল আমদানি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থতা- এই দুয়ে মিলে ধান এবারও গলার ফাঁস হয়েই গোলায় উঠল কৃষকের।
সরকারি হিসাবে প্রতি কেজি ধান উৎপাদনে এবার খরচ হয়েছে ২০ টাকা। সে হিসাবে এক মণ (৩৭.৫ কেজি) ধানের উৎপাদন খরচ দাঁড়ায় ৭৫০ টাকা। বাজারে এখন মোটা ধান বিকোচ্ছে ৫২০ টাকা থেকে ৫৫০ টাকা। চিকন ধান বিকোচ্ছে ৬৫০ থেকে ৭০০ টাকা মণ দরে।
মৌসুমের শুরুতে যে দর ছিল তার চেয়ে মাঝামাঝিতে বেশি ছিল। কারণ তখন মিলগুলো সরকারি ক্রয়ের চাল সরবরাহ করার জন্য কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু করেছিল।
এখন আবার বাজারে ধানের চাহিদা কম। ফলে ধানের দাম আবার কমে গেছে; যদিও মাঝখানে যতটুকু বেড়েছিল তাতেও কৃষকের মুনাফা হয়নি। কারণ বাড়তি দরও উৎপাদন খরচের চেয়ে কম ছিল।
সরকার কৃষকদের ভালো দাম দিতে প্রতিবছরই সরকারি ক্রয়ে চালের দাম বাড়িয়ে ধরছে। পাশাপাশি মৌসুম শুরুর অনেক আগেই দাম ঘোষণা করা হচ্ছে, যাতে বাজারের ওপর প্রভাব পড়ে। এর প্রভাবও আছে। এসব উদ্যোগ না নিলে ধানের দাম আরো কমে যেত বলে দাবি করেছেন বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা। কিন্তু বাড়তি উৎপাদন হওয়া ও বাজারে চাহিদা কম থাকায় ধানের দাম তেমনভাবে বাড়ছে না বলে মনে করেন তাঁরা।
মিল মালিকরা ধানের দাম কমে যাওয়ার জন্য আমদানিকে দায়ী করে আরো শুল্ক আরোপের দাবি জানিয়েছেন। অন্যদিকে আমদানিকারকরা বলছেন, মিল মালিকরা কম দামে ধান কিনে চালে বেশি মুনাফা করেন। তাঁদের কারণেই ভারত থেকে চাল আমদানির সুযোগ তৈরি হয়।
নওগাঁয় চলতি মৌসুমের শুরুর দিকে মোটা ধানের দাম ছিল ৪৭০ থেকে ৫২০ টাকা। জিরাশাইল (এ ধান থেকেই মিনিকেট চাল হয়) দাম ছিল প্রতি মণ ৫৫০ থেকে ৬০০ টাকা। সরকারি ক্রয়ে সরবরাহ করার জন্য মিল মালিকরা যখন ধান কিনতে শুরু করেন তখন মোটা ধানের দাম বেড়ে ৫৭০ থেকে ৬২০ টাকা হয়। জিরাশাইল হয় ৬৭০ থেকে ৭২০ টাকা। কিন্তু মিলগুলো এখন আর তেমন ধান কিনছে না। ফলে মোটা ধান আবার এখন ৫২০ থেকে ৫৫০, চিকন ধান ৬৫০ থেকে ৭০০ টাকায় নেমেছে।
মৌসুমের শেষ দিকে এসে ধানের দাম কমে যাওয়ার কারণ জানতে চাইলে চালকল মালিক সমিতির কার্যনির্বাহী সদস্য শহিদুর রহমান পাটোয়ারী বলেন, গত বছর মৌসুমের শুরুতে চালের দাম যা ছিল, শেষেও তা-ই ছিল। ফলে ধান কিনে রেখে তাতে লোকসান দেননি এমন কোনো মিল মালিক নেই। কারো কম লোকসান হয়েছে, কারো বেশি। তাই এবার ধান কিনে রাখার ঝুঁকি কোনো মিল মালিক নিচ্ছেন না।
এক কেজি চালের পেছনে তিন মাসে তিন টাকার মতো সুদ ব্যয় হয় বলে জানিয়ে তিনি বলেন, ৩০ টাকার চাল তিন মাস পর ৩০ টাকা থাকলে কোনো লাভ হয় না, উল্টো তিন টাকা সুদের খরচ হয়। কয়েক মাস পরে সরকার চালের শুল্ক তুলে নেবে কি না, ২৪ টাকা কেজি দরে সরকারি চাল বিক্রি শুরু হবে কি না- এসব অনিশ্চয়তা রয়েছে। এ কারণে মিল মালিকরা ধান কিনে মজুদ করতে নারাজ।
গত ৩ মার্চ খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে ১০ লাখ টন চাল কেনার সিদ্ধান্ত হয়। আগের বছরের চেয়ে কেজিতে দুই টাকা বাড়িয়ে দাম ধরা হয় কেজিপ্রতি ৩২ টাকা। মিল পর্যায়ে প্রতি কেজি মোটা চাল এখন ২৫-২৬ টাকা দরে বিক্রি হচ্ছে। ফলে সরকারি ক্রয়ের তুলনায় বাজারে দর এখন কেজিপ্রতি সাত-আট টাকা কম। বোরোতে প্রায় এক কোটি ৯০ টন চাল উৎপাদিত হবে। সরকারি ক্রয় মোট চালের ৫ শতাংশের কাছাকাছি।
সরকারি চালের পুরোটাই মিল মালিকদের কাছ থেকে কেনা হয়। উৎপাদন খরচের তুলনায় কেজিতে পাঁচ টাকা বাড়তি দিয়ে চাল কেনা শুরু হয়েছে। তবে মিল মালিকদের লাভ আরো বেশি হচ্ছে। কারণ তাঁরা উৎপাদন খরচের তুলনায় ধান আরো কম দামে কেনার সুযোগ পেয়েছেন। পাশাপাশি তাঁরা কুঁড়া বিক্রির সুযোগও পাচ্ছেন।
গত বছর এ সময়ে বাজারে চালের যে দাম ছিল তার চেয়ে এখন তা অনেক কম। কৃষি বিপণন অধিদপ্তরের হিসাবে, রাজশাহী সিটি করপোরেশন এলাকায় এখন প্রতি কেজি মোটা চালের দর ২৮ থেকে ৩০ টাকা, যা গত বছরের চেয়ে ১৩.৪৩ শতাংশ কম। অন্যদিকে চিকন চালের দাম গত বছরের তুলনায় ১৬.৩০ শতাংশ কমেছে। তাদের হিসাবে, এক বছর আগের তুলনায় ঢাকায় মোটা ও চিকন চালের দাম ৬ শতাংশ কমেছে।
শহিদুর রহমান পাটোয়ারী বলেন, গত দু-তিন বছর কৃষকরা ধানের দাম পেয়েছে। এ বছর ভালো দাম পাচ্ছে না। গত বছর মিল পর্যায়ে যে চাল ৩০ টাকার ওপরে ছিল এখন তা ২৫-২৬ টাকায় নেমেছে। তবে সরকার শুল্ক আরোপ ও আগাম দাম ঘোষণা না করলে বাজার আরো পড়ে যেত।
এদিকে শুল্ক আরোপের কারণে আগের চেয়ে কমলেও চাল আমদানি হচ্ছে। বেনাপোল বন্দরভিত্তিক একাধিক চাল আমদানিকারক জানিয়েছেন, ১০ শতাংশ শুল্ক আরোপের ফলে চাল আমদানিতে কেজিপ্রতি তিন টাকার মতো বাড়তি খরচ লাগছে। কিন্তু ভারতে দাম কমে যাওয়ায় তাঁদের লাভ থাকছে।
চাল আমদানিকারক প্রতিষ্ঠান মুকুল এন্টারপ্রাইজের মালিক মিজানুর রহমান কালের কণ্ঠকে বলেন, আগে যে চাল ২৩-২৪ টাকা কেজি দরে আমদানি করা যেত, সেটি এখন ২৬-২৭ টাকা পড়ছে। কিন্তু একই মানের দেশীয় চাল বাজারে ৩০ টাকা। চিকন চাল আমদানিতে এখন কেজিপ্রতি ৩২ থেকে ৩৪ টাকা খরচ পড়ছে জানিয়ে তিনি বলেন, একই চাল দেশে ৪০ টাকার বেশি।
চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক কে এম লায়েক আলী কালের কণ্ঠকে বলেন, শুল্ক আরোপের পর ভারতের রপ্তানিকারকরা চালের দাম কমিয়ে দিয়েছেন। অন্তত ৩০ শতাংশ শুল্ক আরোপ না করলে চাল আমদানি বন্ধ হবে না।
ভারতে চালের দাম কমার কথা স্বীকার করে আমদানিকারক মিজানুর রহমান বলেন, বাংলাদেশের মিল মালিকরা কম দরে ধান কিনে বেশি দরে চাল বিক্রি করতে চান। তাঁদের অতিমুনাফা করার প্রবণতার কারণে ভারত থেকে চাল আমদানি হয়। নইলে দেশে চালের কোনো প্রয়োজন নেই।
hogan outlet online
I actually wanted to write a note to express gratitude to you for all of the fantastic tricks you are sharing at this site. My extensive internet investigation has at the end of the day been paid with pleasant facts to write about with my good friends. I ‘d believe that we readers are very blessed to dwell in a fantastic site with so many awesome individuals with good strategies. I feel truly grateful to have used your website page and look forward to many more excellent minutes reading here. Thanks once again for all the details.
adidas ultra boost uncaged
I wanted to develop a quick remark so as to thank you for those great tips and hints you are sharing on this site. My time-consuming internet investigation has at the end been recognized with useful facts to exchange with my guests. I would declare that most of us visitors actually are undeniably fortunate to dwell in a fabulous community with many brilliant professionals with valuable tricks. I feel really fortunate to have seen your web site and look forward to tons of more entertaining times reading here. Thanks once again for a lot of things.
nike air max 2018
I just wanted to make a brief remark in order to say thanks to you for those awesome tips and tricks you are showing on this site. My incredibly long internet research has at the end been recognized with wonderful know-how to go over with my colleagues. I ‘d express that we website visitors actually are definitely endowed to dwell in a very good network with so many outstanding professionals with valuable advice. I feel rather privileged to have encountered your webpage and look forward to tons of more amazing minutes reading here. Thanks a lot again for everything.
vans shoes
I together with my pals happened to be analyzing the excellent tricks on your site then instantly I got a terrible suspicion I never expressed respect to the site owner for those tips. Those ladies happened to be so glad to read them and have in effect definitely been having fun with those things. I appreciate you for turning out to be indeed kind and then for opting for these kinds of useful topics most people are really wanting to be aware of. My personal honest regret for not saying thanks to you sooner.
adidas ultra boost 3.0
I truly wanted to jot down a brief remark to say thanks to you for some of the great tips you are giving out on this website. My particularly long internet look up has at the end been honored with good content to go over with my great friends. I ‘d point out that many of us site visitors are truly lucky to be in a really good place with very many awesome professionals with valuable guidelines. I feel very fortunate to have come across the website page and look forward to many more fun moments reading here. Thanks once again for everything.
Kanye West shoes
I have to show my respect for your kindness for visitors who have the need for guidance on this theme. Your very own commitment to getting the solution up and down has been particularly helpful and have consistently empowered many people much like me to arrive at their targets. Your new interesting suggestions means a lot a person like me and especially to my office colleagues. Thanks a lot; from all of us.
true religion
A lot of thanks for your own labor on this blog. My mother delights in going through internet research and it’s really easy to understand why. I know all about the powerful form you produce informative tips via your website and encourage contribution from others on that point then our daughter is actually being taught a lot. Have fun with the rest of the year. You’re the one carrying out a good job.
adidas nmd
Thank you a lot for giving everyone an extremely wonderful chance to read from this site. It’s usually very enjoyable and also stuffed with fun for me personally and my office peers to search your website really thrice per week to see the latest issues you have. And definitely, I’m so always pleased considering the gorgeous tips and hints you serve. Selected 1 tips in this posting are truly the simplest we have all ever had.
yeezy
Thank you for all your hard work on this site. My niece really likes going through internet research and it is easy to understand why. We all notice all concerning the lively manner you create both useful and interesting steps via the web site and as well as boost contribution from others on this topic and my princess is always becoming educated a whole lot. Have fun with the remaining portion of the new year. You’re doing a wonderful job.
nike foamposite
I truly wanted to develop a simple message so as to express gratitude to you for the stunning tips and tricks you are sharing at this site. My time-consuming internet lookup has finally been recognized with sensible knowledge to write about with my family. I ‘d claim that we visitors are really endowed to exist in a very good network with so many lovely people with useful ideas. I feel very grateful to have used your webpage and look forward to tons of more enjoyable times reading here. Thanks once again for all the details.
adidas yeezy boost
Can I simply say what a aid to find somebody who actually knows what theyre speaking about on the internet. You definitely know easy methods to convey a problem to light and make it important. Extra folks have to read this and understand this aspect of the story. I cant consider youre no more standard because you positively have the gift.
michael kors outlet
I wanted to write down a small word to be able to thank you for all the stunning tips and tricks you are posting here. My time-consuming internet lookup has finally been rewarded with good facts to share with my great friends. I ‘d tell you that many of us site visitors actually are undeniably endowed to exist in a fantastic network with many perfect professionals with helpful techniques. I feel pretty lucky to have used your weblog and look forward to plenty of more fabulous times reading here. Thank you once more for a lot of things.
longchamp bags
I needed to draft you that little bit of word just to say thanks once again for your personal amazing suggestions you have contributed in this case. This has been so pretty generous of people like you to make freely exactly what some people might have offered for an e book to end up making some dough for their own end, especially given that you could possibly have done it in case you decided. Those secrets likewise acted to be the easy way to comprehend other people online have the same fervor like my very own to see more and more around this problem. I’m certain there are a lot more pleasant instances ahead for those who looked at your site.
adidas ultra
There may be noticeably a bundle to learn about this. I assume you made certain good points in options also.
yeezy
I would like to convey my gratitude for your kindness supporting persons that require help with this important topic. Your personal dedication to getting the solution along has been especially insightful and has always helped somebody just like me to achieve their dreams. Your entire insightful report indicates much to me and extremely more to my colleagues. Best wishes; from everyone of us.