জলবায়ু পরিবর্তনে দেশের অর্থনীতিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা
জলবায়ু পরিবর্তনের ফলে পাল্টে যাচ্ছে বাংলাদেশের ঋতুগুলোর চিরচরিত বৈশিষ্ট্য। এক সময় বাংলাদেশে গ্রীস্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত এসব ঋতুর আগমন ও প্রস্থানের বিষয়টি স্পষ্ট অনুভব করা গেলেও জলবায়ুর পরিবর্তনের কারণে প্রকৃতির এ নিয়মে ব্যাপক পরিবর্তন এসেছে। জলবায়ু পরিবর্তনে বা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর ভূমিকা নগণ্য। কিন্তু সৃষ্ট পরিস্থিতিতে উন্নয়নশীল দেশের দরিদ্র জনগণই অধিক ক্ষতির শিকার হতে হচ্ছে। ফলে বাংলাদেশের মতো কৃষি নির্ভরশীল দেশে গরিব চাষিরা ব্যাপক ক্ষতির শিকার হতে হচ্ছে।
এছাড়া সমুদ্রপৃষ্ঠের এ উচ্চতা বৃদ্ধি দেশের সামগ্রিক অর্থনীতির ওপর ব্যাপক প্রভাব ফেলছে। এ নিয়ে জার্মানভিত্তিক বেসরকারি সংস্থা জার্মান ওয়াচ এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি এবং জাতীয় উৎপাদনে এর প্রভাব বিবেচনায় আনা হয় ওই প্রতিবেদনে। সংস্থাটি ১৯৯০ থেকে ২০০৮ পর্যন্ত এ ১৮ বছর জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ক্ষতির শিকার দেশগুলো পর্যবেক্ষণ করে। সংস্থাটির গবেষকদের অভিমত, এ সময়ে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে বাংলাদেশ।
জলবায়ুর এ পরিবর্তনে নিকট অতীতে বাংলাদেশের ওপর দিয়ে সিডর, আইলা সামুদ্রিক ঝড় বয়ে গেল। ২০০৭ সালে সিডর যে ক্ষতের চিহ্ন রেখে গেছে তা মুছতে অর্থাৎ উপকূলের এই বিশাল এলাকার পরিবেশ স্বাভাবিক হতে অন্তত ২০ বছর সময়ের প্রয়োজন- এমন মন্তব্য করেছেন অনেক বিশেষজ্ঞ।
এছাড়াও নানা সময়ে সৃষ্টি হয়েছে সামুদ্রিক জলোচ্ছ্বাস। নীরবে প্রতিনিয়তই সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে সময়ের সাথে পাল্লা দিয়ে। এতে করে আগামী কয়েক দশকের মধ্যে বাংলাদেশসহ বেশ কয়েকটি রাষ্ট্রের সমুদ্র তীরবর্তী ব্যাপক অংশ সমুদ্রের পানিতে তলিয়ে যাবে। এদেশের জনগোষ্ঠীর জীবন ধারণের আশঙ্কার সাথে সাথে অনেক ভূসম্পত্তি পানির নিচে নিমজ্জিত হবে। ফলে অনেক কৃষকই বেকার হয়ে পড়বে। এতে তাদের জীবন হুমকির মধ্যে পড়বে।
নিউইয়র্ক টাইমসের ১৯ মার্চ ২০০৯ তারিখে Ô In silt, Bangladesh sees potential Shield Against Sea Level Rise’ শিরোনামের নিবন্ধে সমিনি সেনগুপ্ত বাংলাদেশ কি করে সামুদ্রিক ঝড়ের তান্ডবের শিকার হয় তার বর্ণনা দিয়েছেন। ‘ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেইঞ্জ’-এর বরাতে তিনি বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা মাত্র তিন ফুট বাড়লে বাংলাদেশের প্রায় ২০ ভাগ ভূমি তলিয়ে যাবে।
ব্রিটিশ সাংবাদিক জোহান হ্যারি বাংলাদেশের বিভিন্ন এলাকা ঘুরে গিয়ে ব্রিটেনের `The Independent’ পত্রিকায় (প্রকাশনা ২০ জুন ২০০৮) লিখেছিলেন, ÔBangladesh is set to disappear under the waves by the end of the century.’
আইপিসিসির বরাতে তিনি উল্লেখ করেন, ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের উপকূলীয় এলাকার ১৭ ভাগ সমুদ্রের পানিতে তলিয়ে যাবে।
জোহান হ্যারি’র সেই আলোচিত রিপোর্টেও শেষ বাক্যটি ছিল ÔThe headstone would read, Bangladesh1971-2071 : born in blood, died in water.’
প্রকৃতির এই নেতিবাচক চরিত্র অব্যাহত থাকলে সেদিন আর বেশি দূরে নয় যেদিন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের পুকুরে মিঠা পানির মাছ থাকবে না। নদী-খাল-বিলে সমুদ্রের লবণাক্ত পানি ঢুকে পড়লে একে একে বিলুপ্ত হবে বিভিন্ন প্রজাতির মিঠা পানির মাছ, এমন আশঙ্কা করেছেন বিভিন্ন জলবায়ু বিশেষজ্ঞরা।
বিশেজ্ঞরা বলেন, এরই মধ্যে দক্ষিণাঞ্চলের লবণাক্ততা সমস্যা মোকাবিলায় নতুন খাদ্যশস্যসহ বিভিন্ন শাকসবজির নতুন জাত উদ্ভাবন জরুরি হয়ে পড়ছে। তারা বলেন, বাংলাদেশের বিজ্ঞানীরা কেবল লবণাক্ততা সহ্য করতে সক্ষম ধানের নতুন জাত আবিস্কার করতেই তাদের বছরের পর বছর গবেষণায় মগ্ন থাকতে হচ্ছে।
তারা বলেন, যেখানে কেবল একটি উন্নত জাত আবিষ্কারের সময় ও ব্যয় অনেক বেশি সেখানে নতুন জাত আবিষ্কারের কাজটি কত জটিল ও ব্যয়বহুল তা বলার অপেক্ষা রাখে না। একই কথা সবুজ বেষ্টনী তৈরির জন্য উদ্ভিদের নতুন জাত আবিষ্কারের ক্ষেত্রেও প্রযোজ্য বলেও মত দেন তারা।
এই দীর্ঘসূত্রতা এবং ব্যয়বহুলতার কারণে কৃষিক্ষেত্রে প্রভাব পড়ছে। দরিদ্ররা আরো দরিদ্র হচ্ছে এবং দরিদ্রের সংখ্যাও বাড়ছে। প্রান্তিক জনগোষ্ঠীর এই সংখ্যা কত দ্রুত বাড়ছে, তা পরিবেশ বিজ্ঞানী ড. আতিক রহমান তার প্রবন্ধের মাধ্যমে উপস্থাপন করেছেন অত্যন্ত সাবলীলভাবে। ‘জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য ও উন্নয়ন’ শীর্ষক এক প্রবন্ধে তিনি লিখেছেন, ‘বিগত দুই-তিন বছরেও দেশে দারিদ্র্য পরিস্থিতির ক্রমাবনতি হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, ধনী দেশগুলোর কারণে গরিব দেশগুলোকে আজ জলবায়ু পরিবর্তনের শিকার হতে হচ্ছে। আর এক্ষেত্রে বাংলাদেশ অন্যতম। এটা আমাদের জন্য খুবই ভয়াবহ একটি বিষয়।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে অর্থনীতিতে বাংলাদেশ প্রতিনিয়ত পিছিয়ে পড়ছে। বিশেষ করে গ্রামের যে অর্থনীতির চাকা তা অনেকাংশেই থমকে গেছে। ফলে তারা শহরমুখী হয়ে পড়ছে। বেকারত্বের হার প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে।
এ বিষয়ে সরকারকে বিশ্বের উন্নত দেশগুলোর সহায়তা নিতে হবে। এককভাবেও সচেতন হওয়া এবং এর প্রভাব মোকাবিলায় কাজ করে যেতে হবে বলেও পরামর্শ দেন তিনি।
জলবায়ু পরিবর্তনের ফলে এ অঞ্চলে সামুদ্রিক ঝড়-জলোচ্ছ্বাসের তীব্রতা আরো বাড়বে, বিশেষ করে বাংলাদেশে ঘনবসতি হওয়ার ফলে সামুদ্রিক ঝড়-জলোচ্ছ্বাসে ক্ষয়ক্ষতির পরিমাণ যে দ্রুত বাড়বে, এটা সহজেই অনুমেয়, একথা বিজ্ঞানীরা বারবার বলছেন। জলবায়ু পরিবর্তনের পরবর্তী এ ভয়াবহতা মোকাবিলা করতে হলে এখনি বাংলাদেশের করণীয় ঠিক করতে হবে এবং পরিকল্পনার ছক ধরে তার কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে এমন বললেন জলবায়ু বিশেষজ্ঞদের অনেকে।
এ সম্পর্কে জাস্ট নিউজকে অধ্যাপক আইনুন নিশাত বলেন, জলবায়ুর পরিবর্তনের প্রভাবে আমরা অনেক পিছিয়ে গেছি । যে হারে প্রাকৃতিক দুর্যোগ আমাদের গ্রাস করছে তা খুবই আশঙ্কাজনক। আমরা এখনি যদি এর মোকাবিলা করতে না পারি তাহলে অদূর ভবিষ্যতে আমাদের এর জন্য কঠিন মূল্য দিতে হবে।
উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে নানা রকম প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে। যার ফলে দেশের অর্থনীতিতে বিশাল প্রভাব পড়ছে এবং বেকারত্বসহ নানা সমস্যার মধ্যে আবদ্ধ হচ্ছে দেশের সাধারণ জনগণ।
adidas yeezy boost
I am just commenting to make you be aware of of the cool experience my girl enjoyed studying your webblog. She even learned a lot of pieces, which included how it is like to possess an amazing helping nature to have the mediocre ones with no trouble completely grasp specific hard to do topics. You actually exceeded our own expectations. Many thanks for supplying these great, trustworthy, edifying and as well as cool tips about your topic to Kate.
yeezy
I am just writing to let you be aware of what a superb encounter my wife’s child developed checking your site. She came to understand many issues, most notably how it is like to possess an awesome giving character to have many more really easily learn about a variety of problematic matters. You truly did more than her desires. I appreciate you for supplying those invaluable, dependable, revealing as well as cool tips on your topic to Julie.
air jordan 13
I would like to voice my appreciation for your kindness in support of visitors who actually need help with this important question. Your real commitment to getting the solution all over had become quite interesting and have surely made others like me to arrive at their objectives. Your amazing valuable tutorial means a great deal a person like me and even more to my colleagues. Regards; from all of us.
adidas yeezy boost
I simply needed to thank you very much once again. I do not know the things I would have tried without those recommendations documented by you about this problem. This was the scary case in my circumstances, however , considering this specialized style you dealt with it forced me to cry over gladness. I’m thankful for this information as well as trust you find out what a powerful job that you are getting into training people today with the aid of your webblog. Most probably you have never come across all of us.
nike roshe run one
Needed to write you this little remark in order to give thanks once again for your magnificent methods you’ve shared on this website. This is so incredibly generous with you to present without restraint exactly what most people would have advertised for an ebook to get some profit on their own, notably considering the fact that you could possibly have done it if you decided. These tips in addition served as the fantastic way to fully grasp that some people have similar keenness just as my personal own to see a lot more around this matter. I am certain there are lots of more enjoyable moments ahead for people who check out your blog post.
yeezy boost
I intended to compose you that very little note to thank you so much as before regarding the lovely tricks you’ve contributed on this site. It has been so tremendously open-handed of you to supply openly all a number of us could possibly have distributed for an ebook to earn some money for their own end, particularly seeing that you could possibly have done it in case you wanted. These good ideas as well served like a good way to recognize that many people have the identical dream like mine to find out a good deal more pertaining to this condition. I am sure there are lots of more pleasurable times up front for individuals who read your website.
adidas gazelle
I would like to point out my love for your generosity for those people who must have guidance on this particular subject matter. Your personal dedication to getting the message around had been surprisingly informative and has really enabled professionals just like me to arrive at their aims. Your amazing interesting report can mean a whole lot to me and still more to my peers. Best wishes; from all of us.
kobe shoes
I’m also writing to let you be aware of what a exceptional discovery my cousin’s princess found reading through your blog. She noticed many issues, most notably what it is like to have an amazing helping nature to have the mediocre ones easily gain knowledge of some grueling subject matter. You really exceeded her desires. Many thanks for displaying the useful, trusted, explanatory as well as easy tips about this topic to Kate.
adidas yeezy
Needed to compose you a little observation so as to thank you very much the moment again regarding the beautiful views you’ve featured on this site. It was unbelievably generous of you to provide freely exactly what numerous people would have offered for sale as an electronic book to make some bucks on their own, most notably given that you might have done it in the event you desired. These thoughts also served as the great way to recognize that the rest have the identical fervor like mine to know the truth a good deal more related to this problem. Certainly there are several more pleasurable times up front for people who read your website.
goyard tote
I must show my love for your kind-heartedness giving support to all those that absolutely need guidance on your area. Your special commitment to getting the solution up and down was astonishingly beneficial and have really empowered people just like me to realize their aims. Your personal insightful advice indicates a great deal a person like me and much more to my fellow workers. Regards; from each one of us.
adidas ultra boost
I just wanted to develop a small comment to express gratitude to you for some of the great solutions you are giving here. My prolonged internet investigation has finally been recognized with really good insight to write about with my family members. I ‘d mention that we site visitors actually are very endowed to dwell in a decent community with so many awesome people with interesting principles. I feel really grateful to have encountered your webpage and look forward to so many more exciting moments reading here. Thank you again for everything.
balenciaga sneakers
My husband and i felt now more than happy when Michael managed to conclude his inquiry through the entire precious recommendations he made when using the blog. It is now and again perplexing to just find yourself releasing solutions which often most people might have been trying to sell. We really fully grasp we’ve got the website owner to thank for that. Most of the illustrations you have made, the easy blog menu, the relationships you can make it possible to instill – it’s got mostly extraordinary, and it’s really facilitating our son in addition to us reason why the issue is cool, which is seriously pressing. Thanks for the whole lot!
Adidas NMD Runner men women Grey Black
An impressive share, I just given this onto a colleague who was doing a bit analysis on this. And he in reality bought me breakfast as a result of I found it for him.. smile. So let me reword that: Thnx for the deal with! However yeah Thnkx for spending the time to debate this, I feel strongly about it and love studying extra on this topic. If attainable, as you change into expertise, would you thoughts updating your weblog with extra particulars? It’s extremely helpful for me. Huge thumb up for this weblog submit!
Yeezy Boost 350 V2 Customize Blackfin Snake
I am also commenting to let you be aware of of the really good encounter my cousin’s child found checking your web page. She mastered lots of things, not to mention what it is like to possess a wonderful teaching spirit to have others without problems gain knowledge of several complicated subject areas. You truly exceeded our own expected results. Thank you for producing the effective, trustworthy, revealing and easy guidance on your topic to Ethel.
JustAlics
Il Cialis Alza La Pressione Acheter Priligy Dapoxetine Etats buy cialis Strattera 18 Tadacip Order Online Le Viagra Fr